তোমার জন্যে সব

রিপোর্টার
বুধবার, ১২ জানুয়ারি, ২০২২

আগামীকাল ১৭ মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। কাল কিন্তু জাতীয় শিশু দিবসও। দুটো বিশেষ দিন কীভাবে এক সূত্রে গাঁথা হলো? চলো, সেই প্রশ্নেরই উত্তর খুঁজি এই ছড়ায়

জাতির জনক বঙ্গবন্ধু তোমার জন্যে সব

জন্মদিবসে সন্ধে-সকাল পাখিদের কলরব।

তোমার জন্ম, তোমার কীর্তি মোটেও ভোলার নয়

ছিনিয়ে এনেছ তুমিই তো এই বাংলাদেশের জয়।

তোমার সাহস, তোমার বীর্যে এই জাতি বলীয়ান

তোমার স্মরণে বাংলার নদী অবিরাম গায় গান।

শিশুরা মুখর, সদা উচ্ছল তোমাকেই ভালোবেসে

পাখি হয়ে ওড়ে, ধুলো মেখে খেলে প্রাণ খুলে হেসে হেসে।

ছবিটি তোমার বুকের গভীরে টাঙিয়ে রাখে যে তারা

শেখ মুজিবুর রহমান নামে তারা যে আত্মহারা।

শিশুদের তুমি ভালোবাসো বলে, তারাও তোমাকে বাসে

তুমি আছো তাই সৌম্য শিশুর নিশ্বাসে-প্রশ্বাসে।

তোমার জন্মদিন এলে তাই তারা তো পাগলপারা

কী আনন্দ কী আনন্দ সকলে আত্মহারা।

তুমি শিশুদের বন্ধু বলেই শিশুরা গর্ব করে

তোমার নামের প্রদীপ জ্বালিয়ে রাখে তারা অন্তরে।

 

আখতার হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ