বাঙালির পিতার নাম শেখ মুজিবর

রিপোর্টার
বুধবার, ১২ জানুয়ারি, ২০২২

বাংলাদেশের একটি গ্রামের নাম টুঙ্গিপাড়া
একটি নদীর নাম মধুমতী,
একটি ফুলের নাম শেখ মুজিব;

এই মুজিব আমার স্বাধীনতা
মুজিব আমার বাংলাদেশ,
মুজিব আমার লাল গোলাপ;

মুজিব আমার ভালোবাসা
মুজিব আমার প্রথম প্রেম,
মুজিব আমার বাংলা বই;

মুজিব আমার সোনার বাংলা

মুজিব আমার গীতবিতান,

মুজিব আমার ৭ই মার্চ;

বাঙালি আমার নাম
আমি লিখি বাংলা অক্ষর,
বাঙালির পিতার নাম শেখ মুজিবর।

 

মহাদেব সাহা, ১৭ মার্চ ২০২০, উত্তরা, ঢাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ